DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভারতে ১২ মেট্রিক টন ইলিশ রপ্তানি

News Editor
নভেম্বর ২২, ২০২০ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশে থেকে ভারতে রপ্তানি করা হয়েছে ১২ মেট্রিক টন ইলিশ মাছ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বোনাপোল স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকে করে খুলনার জাহানাবাদ ফিস ফিড লিমিটেড মাছগুলো ভারতের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল নিলা এন্টারপ্রাইজের কাছে রপ্তানি করেছে বলে জানা গেছে।

মাছ রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার।

আরো পড়ুনঃ ভারতকে পূজার উপহার: রপ্তানি হচ্ছে ১৪৫০ মেট্রিক টন ইলিশ

বেনাপোলের ফিশারিজ কোয়ারেন্টিন অফিসার মাহবুবুর রহমান জানান, সোমবার ১২ মেট্রিক টন ইলিশ মাছ রফতানি করা হয়েছে। প্রতি কেজি ১০ ডলার দামে এই মাছ রফতানি করা হয়।

জানা গেছে, সরকার এক হাজার ৪৭৫ টন ইলিশ মাছ রফতানি আনুমোদন দিয়েছে। ৯টি প্রতিষ্ঠান পর্যায়ে এই মাছ রফতানি করবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]