আইপিএলের দ্বিতীয় ম্যাচ। শ্বাসরুদ্ধকর লড়াই কিংস ইলেভেন পাঞ্জাব এবং দিল্লি ক্যাপিট্যালসের। নির্ধারিত ২০ ওভার শেষে সুপার ওভারে নির্ধারণ হয় জয়-পরাজয়। নির্ধারিত ২০ ওভারে দুই দলের সংগ্রহ ছিল ১৫৭ রান। পরে সুপার ওভারে সহজ জয় পেয়েছে দিল্লি।
অথচ মূল ম্যাচেই জিতে যাওয়ার কথা ছিল পাঞ্জাবের। ইনিংসের ১৯তম ওভারে কাগিসো রাবাদার বল ঠেলে দিয়ে দ্রুততার সঙ্গে দুই রান নেন দুই ব্যাটসম্যান মায়াঙ্ক ও ক্রিস জর্ডান। তবে স্কয়ার লেগে দাঁড়ানো আম্পায়ার নিতিন মেনন জানান, জর্ডার প্রথম রান নেয়ার সময় পপিং ক্রিজের ভেতরে ব্যাট ছোঁয়াননি। যার ফলে সেই দুই রান থেকে একটি রান কেটে নেয়া হয়। আর তাতেই ম্যাচের মোড় ঘুরে যায়। ম্যাচ গড়ায় সুপার ওভারে। জয় পায় দিল্লি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।