এম ওসমান, যশোর প্রতিনিধি শার্শাঃ যশোরের বাগআঁচড়া উপজেলা বাজারে ভাই ভাই স্টোর ও লাকী স্টোর নামে ২টি দোকানে কারেন্টজাল বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ অনুযায়ী সোমবার বিকালে এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বলে জানা গেছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি বলেন, বর্ষার পানি বাড়ায় খাল বিলে মাছ ছড়িয়ে পড়েছে।কারেন্টজাল ব্যবহার সম্পূর্ন নিষিদ্ধ এর বদলে খেপলা জাল ও বর্শি ব্যবহার করে মাছ ধরুন তাতে দেশীয় প্রজাতির মৎস প্রজনন বৃদ্ধি পাবে। পরে জব্দকৃত কারেন্টজাল গুলি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় আরও জানান তিনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।