DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভারতের ওএনজিসি প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ

News Editor
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) ভোরে ভারতের সুরাতের ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ওএনজিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে বিস্ফোরণ তা এখনো স্পষ্ট নয়। বিস্ফোরণের পরপরই ওএনজিসি প্ল্যান্টে আগুন ধরে যায়। খবর পাওয়ার সাথেসাথেই দমকলকর্মীরা সেখানে পৌঁছে কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানা গেছে। 

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ১০কিলোমিটার দূরের এলাকা থেকেও শব্দ শোনা গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুনঃভারতে করোনায় আক্রান্ত হয়ে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর মৃত্যু

সুরাতের জেলা প্রশাসন ও পুলিশ কর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানায়, কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে সুরাতের ওএনজিসি প্ল্যান্টে আংশিক ভাবে কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রশাসন।

এর আগে গত বছরে নভি মুম্বইয়ের ও এনজিসি প্লান্টে একই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর জানা গিয়েছিল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮