মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রুশ লেখক সের্গেই কমকভসহ দেশটির বিখ্যাত ব্যক্তিদের একটি দল পুতিনকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন। গত ১০ সেপ্টেম্বর তারা অসলো’তে এই মনোনয়নের আবেদন পাঠান। তবে ধারনা করা হচ্ছে, এর পেছনে মূলত ক্রেমলিনের হাত রয়েছে।
আরও পড়ুন : হামাস-ফাতাহ মতৈক্য, ১৫ বছর পর ফিলিস্তিনে আবার ভোট হতে যাচ্ছে
তবে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এই মনোনয়নের পেছনে ক্রেমলিনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, সের্গেই কমকভসহ যে ব্যক্তিরা নোবেল শান্তি পুরষ্কারের জন্য প্রেসিডেন্ট পুতিনের নামকে মনোনীত করেছেন, তাদের সঙ্গে রুশ প্রশাসনের কোনো সম্পর্ক নেই।
এদিকে এমন এক সময়ে নোবেল শান্তি পুরষ্কারের জন্য পুতিন মনোনীত হলেন যখন দেশটির বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি’কে বিষাক্ত নার্ভ এজেন্ট ‘নভিচক’ প্রয়োগে হত্যা চেষ্টার ঘটনায় তার নাম জড়িয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে সমালোচনা চলছে পুতিনকে নিয়ে। তবে নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে ক্রেমলিন।