আগামী ৮ অক্টোবর থেকে বাংলাদেশের সঙ্গে পুনরায় বিমান চালু হতে যাচ্ছে ইতালির। দীর্ঘ ৬ মাস দু’দেশের মধ্যে বিমান চলাচল বন্ধ রয়েছে।
এতে করে বাংলাদেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা ফিরতে পারবেন ইতালিতে। ইতালির সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগের স্থগিতাদেশ বহাল রয়েছে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে ইতালিয়ান সরকার জানিয়েছেন ৭ অক্টোবরের পর বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলের নিষেধাজ্ঞা আর বর্ধিত করবে না রোম। এতে দু’দেশের নাগরিকদের দীর্ঘদিন ভোগান্তি কমবে।
ইতালি সরকারের নিয়ম অনুযায়ী সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে বিমান পরিচালনা করতে হবে। বিমান উঠার আগেই করোনা পরীক্ষা করাতে হবে। একই সঙ্গে ইতালিতে প্রবেশের পর সেখানেও দ্বিতীয় দফায় কোভিড-১৯ পরীক্ষা সকল যাত্রীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে।