প্রতিযোগিতামূলক ফুটবল বিশ্ব গড়তে ভবিষ্যতে বিশ্বকাপে ৫০টি দেশ খেলানো হবে বলে জানালেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। মাত্র ৮টি দেশ এখন পর্যন্ত বিশ্বকাপ জিতেছে। এটা করতে পারলে বিশ্বব্যাপী ফুটবলের কদর বাড়বে বলে মনে করেন ইনফান্তিনো।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বব্যাপী ফুটবলের অংশগ্রহণ বাড়াতে হবে। আপনি খেয়াল করলে দেখবেন। প্রায় ৫০ বছর আগে উরুগুয়ে ও ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছিল। আর ফুটবল বিশ্বকাপ জিতেছে মাত্র ৮ টি দেশ। আমরা এটা বাড়াতে চাই। বিশ্বকাপের মত বড় মঞ্চে খেলার অনুপ্রেরণা আপনাকে ফুটবলার গড়তে সহায়তা করবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।