শিরোনাম:  
                            
                            অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
                              							News Editor							
								
                                
                                - আপডেট সময় : ০৯:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ১১১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৭ সেপ্টেম্বর) পৃথক শোক বার্তায় তারা সমবেদনা জানান।
শোক বার্তায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় শেখ হাসিনা বলেন, দেশের আইন অঙ্গনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলমের অবদান জাতি সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় মারা গেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
																			



















