ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিং মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার সকালে দিল্লির আর্মি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির ঘনিষ্ট হিসেবে পরিচিত যশোবন্ত সিং ভারতের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজস্থানের বাসিন্দা যশোবন্ত সিং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ছিলেন। গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকে তিনি ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে রাজনীতিতে ক্যারিয়ার গড়তে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন। ভারতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা অন্যতম রাজনীতিক তিনি।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
রোববার দিল্লির আর্মি হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, যশোবন্ত সিং হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার সকাল ৬টা ৫৫ মিনিটে তিনি মারা যান।
বিবৃতি আরও বলা হয়, মাল্টিঅর্গান ডিসফাংশন সিনড্রোমসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত যশোবন্ত সিংকে গত ২৫ জুন আর্মি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন।
সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিংয়ের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক ও দুঃখ প্রকাশ করেছেন।