রাশিয়ার রাজধানী মস্কোর শহরতলির স্টুপিনোয় পথচারী পারাপারের একটি ওভারপাস ধসে পড়েছে। এ ঘটনায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।রুশ জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন :রাজনৈতিক ব্যক্তিকে খুনের ষড়যন্ত্র জড়িত, পশ্চিমবঙ্গে বাংলাদেশি গ্রেফতার
গণমাধ্যমের খবরে জানা গেছে, রোববার রাতে এই ঘটনা ঘটে। ৪ মিটার উঁচু ও ৩৫ মিটার লম্বা এই ওভারপাসটি একটি ওয়ার্কশপের ওপর আছড়ে পড়ে।
জানা গেছে, আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জরুরি মন্ত্রণালয়ের মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ও তাদের আত্মীয়দের মনস্তাত্ত্বিক সহায়তা দেয়ার জন্য পাঠানো হয়েছে। এছাড়া ওভারপাস ধসে পড়ার বিষয়টি তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।