চাটখিলে বাজারে ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকারের জরিমানা
- আপডেট সময় : ১১:৩৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ১০৫০ বার পড়া হয়েছে
মোঃ বেল্লাল হোসেন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলমের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনির নেতৃত্বে মঙ্গলবার দুপুরে উপজেলার শাহাপুর বাজারে ভ্রাম্যমান আদালত এক অভিযান চালায়।এই সময় বাজারের সবুজ ফার্মেসীতে অনুমোদনবিহীন আলট্রাসনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা যন্ত্রপাতি দিয়ে হাতুড়ি ডাক্তার দিয়ে পরীক্ষা চালানোর দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর দিকে ভোক্তা অধিকারের অভিযানে চাটখিলের খিলপাড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও ভাসি খাবার বিক্রির অভিযোগে ম্যাক্স হোটেলকে ৩০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরী ও রং মেশানোর অভিযোগে আল্লাহর দান বেকারীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারে নোয়াাখালীতে দায়িত্বরত সহকারী পরিচালক কাউছার মিয়ার নেতৃত্বে আজ মঙ্গলবার দুপুরের দিকে এই অভিযান পরিচালিত হয়। উভয় অভিযানে আইনি সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশের সদস্যগণ।