রোমানিয়ায় করোনভাইরাস জটিলতায় মারা যাওয়া এক মেয়র স্থানীয় নির্বাচনে ব্যাপক জয়লাভ করেছেন।
দক্ষিণ রোমানিয়ার প্রয়াত মেয়র আয়োন আলিমানের তৃতীয় বারের মত ৬৪% ভোট পেয়ে জিতেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, তার নাম ইতিমধ্যে ব্যালটে ছাপা হয়েছিল এবং ১৫ সেপ্টেম্বর রাজধানী বুখারেস্টে মারা যাওয়ার পরে তাকে সরানো সম্ভব হয়নি। আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে স্থানীয়রা শ্রদ্ধা জানাতে তাঁর সমাধিতে গিয়েছেন।
আরও পড়ুনঃ ট্রাম্প-বাইডেনের প্রথম নির্বাচনী বিতর্ক
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা গেছে যে মিস্টার আলীমানের সমাধি পাথরের চারপাশে গ্রামবাসীরা ভিড় করছেন। এ সময় ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “এটি আপনার বিজয় “।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, “তিনি আমাদের একজন সত্যিকারের মেয়র ছিলেন।” “তিনি গ্রামের পক্ষ নিয়েছিলেন, সমস্ত আইনকে সম্মান করেছিলেন। আমি মনে করি না আমরা আবার তাঁর মতো একজন মেয়রকে দেখতে পাব।”