DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২রা জুলাই ২০২৫
ঢাকাবুধবার ২রা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বলে থুতু লাগিয়ে বিতর্কের মুখে উথাপ্পা

News Editor
অক্টোবর ৩, ২০২০ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বুধবারের কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের তৃতীয় ওভারের পঞ্চম বলে বলে থুতু লাগিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

কলকাতার ওপেনার সুনীল নারিন মারতে গিয়ে সহজ ক্যাচ তোলেন মিড অনে। কিন্তু তা ফেলে দেন উথাপ্পা। এর পরই উথাপ্পাকে দেখা গিয়েছে বলে থুতু মাখিয়ে তা বোলারকে ফেরত দিতে। সঙ্গে সঙ্গে তাঁর এই আচরণ নিয়ে শুরু হয় চর্চা।

গত জুনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বলে থুতু লাগানোর উপর সাময়িক ভাবে নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে বলে ঘাম প্রয়োগে কোনও নিষেধাজ্ঞা নেই। আইপিএলেও মেনে চলা হচ্ছে কড়া জৈব সুরক্ষা বলয়। ক্রিকেটারদের রাখা হচ্ছে সেই বলয়ের মধ্যে। কিন্তু উথাপ্পার আচরণে প্রশ্নের মুখে সেই সুরক্ষাই।
উথাপ্পা আবার গত কয়েক বছর কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত সদস্য ছিলেন। কিন্তু, গত মরসুমে ব্যর্থতার পরিপ্রেক্ষিতে এ বারের আইপিএলে তিনি খেলছেন রাজস্থান রয়্যালসে।
গত বার ১২ ম্যাচে তাঁর ব্যাটে এসেছিল ২৮২ রান। নিলামে তিন কোটি টাকায় তাঁকে  নিয়েছিল রাজস্থান। কিন্তু বুধবার মোটেই  ভাল গেল না। ক্যাচ ফেললেন, ব্যাটে করলেন মাত্র ২। আর জড়িয়ে পড়লেন অবাঞ্ছিত এক বিতর্কে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]