রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে দুই চাঁদাবাজী মামলার ৭ পলাতক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ
রাজবাড়ী পাংশা থানা পুলিশের অভিযানের দুইটি চাঁদাবাজী মামলার ৭ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর সার্বিক তত্বাবধানে তার নেতৃত্বে গত শুক্রবার রাতে পাংশা উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
থানার এস.আই মোঃ হুমায়ুন রেজা সঙ্গীয় ফোর্সসহ ভেকু মেশিন পুড়ানোসহ চাঁদাবাজী মামলার আসামী পাট্টা গ্রামের মৃত ইন্তাজ আলী খাঁর ছেলে উজির আলী খাঁ (৪৫), গুধিবাড়ী গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে কামাল বিশ্বাস (৩৮), পাট্টা গ্রামের মোসলেম সরদারের ছেলে নান্নু সরদার (৩০), গ্রাম- ৪।
আরও পড়ুন ঃরাজবাড়ী জেলার আস্থার প্রতীক এস পি মিজানুর রহমান
মাগুরাডাঙ্গী গ্রামের আবুল কমিশনারের ছেলে আব্দুল রাজ্জাক ওরফে রাজাই (৩৮), সত্যজিতপুর গ্রামের রাম প্রসাদ পালের ছেলে পলাশ পাল (২৬) ও একই গ্রামের মোঃ জালাল শিকদারের ছেলে মোঃ রাসেল শিকদার (২৫) এবংএসআই মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বালু ব্যবসায়ীদের নিকট চাঁদাবাজী মামলার আসামী চর ঝিকরী (পশ্চিম পাড়া) গ্রামের মোঃ আবুল হোসেন মোল্লা ওরফে আবুল মোল্লা ছেলে মোঃ আকমল হোসেন মোল্লা ওরফে আকমল মোল্লা (৩৫) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।