DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

৩ দলের ওয়ানডে সিরিজ আয়োজন করছে বিসিবি:হাবিবুল বাশার সুমন

News Editor
অক্টোবর ৪, ২০২০ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই পুল ও পুলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে একটি ওয়ানডে টুর্নামেন্ট করবে বোর্ড। লক্ষ্যটা সাদা পোশাকের পর, সাদা বলের সঙ্গেও মানিয়ে নেয়া। জানিয়েছেন টাইগারদের নির্বাচক হাবিবুল বাশার সুমন। সে সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচে, ক্রিকেটারদের পারফরম্যান্সেও মুগ্ধতা ঝরল তার কণ্ঠে।

পাক্কা ২০০ দিন পর, আবারও মাঠে লাল বলের ক্রিকেট। সাদা পোশাকে প্রাথমিক প্রস্তুতিটাও হয়েছে জুতসই। তবে আলো ছড়িয়েছেন পেসাররা।

টেস্ট ক্রিকেটে বরাবরই হাপিত্যেশ বাড়িয়েছে টাইগারদের পেস বোলার সংকট। তবে তরুণ এবাদত-তাসকিনদের সঙ্গে হাসান মাহমুদের ঝড়। সব মিলিয়ে তাই আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সকে ইতিবাচক বলছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তিনি বলেন, ফাস্ট বোলারদের ফিটনেস নিয়ে অনেক বড় চিন্তা ছিল। তারা এখন সবাই ফিট। আমাদের ভালো একটা পেস বোলিং ইউনিট তৈরি হয়ে গেছে। যেটা আমরা চাইছিলাম। 

আপাতত ক্রিকেটারদের নেই ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ব্যস্ততা। তাইতো জাতীয় দলের পুলে থাকাদের নিয়ে, দুটি ২ দিনের ও একটি ৩ দিনের ম্যাচ খেলার পরিকল্পনা ছিল বিসিবির।  তবে আপাতত ৩ দিনের ম্যাচটি স্থগিত করা হয়েছে। তার পরিবর্তে পুলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এইচপি ও এ দলের ক্রিকেটারদের নিয়ে, একটি ওয়ানডে টুর্নামেন্ট করবে বোর্ড। লক্ষ্যটা রঙিন পোশাকের সঙ্গেও অভ্যস্ততা বাড়ানো।

হাবিবুল বাশার সুমন বলেন, যেহেতু আমাদের শ্রীলঙ্কা সিরিজ হচ্ছে না, যেহেতু আমরা সাদা বলেও অনেক দিন প্র্যাকটিস করিনি। তাই দুটো ২ দিনের ম্যাচ শেষে আমরা আরও কিছু প্লেয়ার দলে বাড়াব। সব মিলিয়ে ৪৫ জনের মতো প্লেয়ার হবে। এদের নিয়ে তিনটা টিম করে একটা ওয়ানডে টুর্নামেন্ট করার প্ল্যান আছে। টুর্নামেন্ট মানে প্র্যাকটিস ম্যাচই হবে, সবাই যাতে সবার সঙ্গে ১-২টা করে ম্যাচ খেলতে পারে। 

তবে বিসিবি আয়োজিত এই টুর্নামেন্টে থাকছে না টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ৪:১৯
  • ৬:০৬
  • ৭:২০
  • ৫:৪৪