DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জরিমানা গুনতে হলো স্মিথকে

News Editor
অক্টোবর ৭, ২০২০ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচটার কথা হয়তো ভুলে যেতে চাইবেন রাজস্থান রয়্যালস অধিনায়ক স্টিভেন স্মিথ। কেননা ৫৭ রানের হারের তিক্ততার সঙ্গে যুক্ত হয়েছে আর্থিক জরিমানা। 

মঙ্গলবার (৬ অক্টোবর) রীতিমতো দুঃস্বপ্নের মতো কেটেছে স্টিভেন স্মিথের। ম্যাচ হারের পর অধিনায়ককে গুনতে হয়েছে জরিমানা। স্লো ওভার রেটের কারণে ১২ রাখ রুপি জরিমানা করা হয়েছে রাজস্থান অধিনায়ক স্মিথকে। 

দেলোয়ারের কত নেতা, আংগোরে মারি হালাইবো: নির্যাতিত নারী বাবা

আইপিএলের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, আইপিএলের কোড অব কন্ডাক্টে স্লো ওভার রেটের দায়ে প্রথমবারের মতো অভিযুক্ত হয়েছে তার দল, ফলে স্মিথকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের ছুড়ে দেয়া ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানেই গুটিয়ে যায় রাজস্থান রয়্যালস। দলের অন্যতম ব্যাটিং ভরসা স্মিথ তিন নম্বরে নেমে ৭ বলে করেন মাত্র ৬ রান। 

এর আগে স্লো ওভার রেটের কারণে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি এবং দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াশ আইয়ারকেও জরিমানা গুনতে হয়েছে। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।