করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এবার সরাসরি এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না, তবে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করে ফলাফল দিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার দুপুর সোয়া ১টায় অনলাইনে ব্রিফংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তায় সার্বিক বিবেচনায় ২০২০ সালের এইচএসসি পরীক্ষা ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন হবে। যেভাবে গ্রহণযোগ্যতা পাবে, তা বিবেচনা করছি। এ পরীক্ষার জন্য ৩০ থেকে ৩২ দিন সময় দরকার হয়। এক বেঞ্চে একজন ছাত্রী সম্ভব নয়। এখন কেন্দ্র দ্বিগুণ করার জনবল নেই।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।