বিয়ের প্রলোভনে অপহরণের পর ধর্ষণ, গ্রেফতার ১
- আপডেট সময় : ০৫:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১০৫০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের উলিপুরে এক কলেজ পড়ুয়াশিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার পর ধর্ষণের অভিযোগে আসিফ ইকবাল (১৯) নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাতে তাকে গ্রেফতারের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ওই যুবককে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেজিস্ট্রেশন অফিসার (জিআরও) এএসআই মো. হাফিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার বিকেলের দিকে আসামি আসিফ ইকবালকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত, উলিপুরে হাজির করা হলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক মো. সেফাতুল্ল্যাহ। এ ছাড়া মঙ্গলবার জেলা সদরের জেনারেল হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র নির্যাতন: আরও তিন আসামি রিমান্ডে
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জয়নাল আবেদীন এবং বাদীর মামলার এজাহার সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলা বুড়াবুড়ি ইউনিয়নের বোতলা বুড়াবুড়ি গ্রামের অধিবাসী এবং পাঁচপীর কলেজের এইচএসসিপড়ুয়া এক শিক্ষার্থীর সঙ্গে একই গ্রামের অধিবাসী সাইফুল ইসলামের পুত্র আসিফ ইকবালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে গত সোমবার সকালে ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে নিয়ে আসে। এরপর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পর সন্ধ্যা ৬টার দিকে উলিপুর পৌরসভার ডারারপাড় এলাকার আমিনুল ইসলামের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ অবস্থায় এলাকাবাসীর সন্দেহ হলে তারা গিয়ে ওই শিক্ষার্থী ও যুবককে আটক করে। এরপর ঘটনা শুনে যুবককে ওই শিক্ষার্থীকে বিয়ে করার কথা বললে তাতে তিনি অস্বীকৃতি জানান। এই পরিস্থিতিতে ওই দিন রাত ১১ টার দিকে তাদের দুজনকে থানায় সোপর্দ করে এলাকাবাসী।
এ প্রসঙ্গে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, ভিকটিমের দায়েরকৃত মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তদন্ত চলছে।