DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১২ই মে ২০২৪
ঢাকারবিবার ১২ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পুতিনের জন্মদিনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া

News Editor
অক্টোবর ৭, ২০২০ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৬৮তম জন্মদিনে সফলভাবে একটি জিরকন হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রটি ব্যারেন্টস সাগরে একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সফল হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক ভিডিও কনফারেন্সে রুশ সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি জেরাসিমভ প্রেসিডেন্ট পুতিনকে জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে শ্বেতসাগরের অ্যাডমিরাল গোরশকভ নৌযান থেকে জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

রাশিয়া থেকে ১১৬টি ফাইটার জেট আনছে ভারত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হওয়ার পর এটির প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এছাড়া এটি জাতির নিরাপত্তায় ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেরাসিমভ জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্রটি মাত্র সাড়ে ৪ মিনিটে প্রায় ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সূত্র- রয়টার্স

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮