মৃত্যু হয়েছে ভারতের কেন্দ্রীয় খাদ্যবণ্টন ও উপভোক্তা বিষয়কমন্ত্রী রামবিলাস পাসোয়ান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪। ছেলে চিরাগ পাসোয়ান টুইট করে বাবার প্রয়াণের খবর দিয়েছেন।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা ও খাদ্য সরবরাহ মন্ত্রী রামবিলাস পাসোয়ানকে। কিন্তু শেষরক্ষা হল না। বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন তিনি।
দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবন। লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা তিনি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর একাধিক ট্যুইটে নিজেই নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন।
ট্যুইটে লিখেছিলেন, ‘চিরাগ বলল আমার হাসপাতালে যাওয়া উচিত, তাই গিয়েছিলাম। আমার চিকিত্সা চলছে আর এই মুহূর্তে চিরাগ আমার পাশে থাকায় আমি খুশি।’ কিন্তু কয়েকদিন পরেই ছেলে চিরাগকে ছেড়ে অন্য দুনিয়ায় পাড়ি দিলেন তিনি।
কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের উপভোক্তা বিষয়ক মন্ত্রী ছিলেন রামবিলাস। অবশ্য অনেকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বিহার রাজনীতির প্রভাবশালী রামবিলাস। গত শনিবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রবিবার ভোরে তাঁর হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয়। ছেলে চিরাগ জানিয়েছিলেন, আরও একবার হার্টে অপারেশন হবে তাঁর। কিন্তু সেই সময় আর দিলেন না রামবিলাস।
এদিন তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘রামবিলাস পাসোয়ান জি’র চলে যাওয়া আমার ব্যক্তিগত ক্ষতি। আমি একজন বন্ধুকে হারালাম। গুরুত্বপূর্ণ একজন সহকর্মী, গরিবদের জন্যে সবসময় ভাবা একজন মানুষ চলে গেলেন।’