খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরীর নামারপাড়া এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মো: আবুল আলিম (৪২) নামের এক বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা করেছে।
আজ বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত আসমা তিনটহরী অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলমান রয়েছে দেখে উত্তোলনকারী মো: আবুল আলিমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৪ ধারার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় অবৈধ বালু উউত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত আসমা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।