মোঃ ওসমান গনি, যশোর প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের এক শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূ (৩৩) ধর্ষিত হয়েছে। বৃহষ্পতিবার (৮অক্টোবর) রাতে ঐ গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে যেয়ে ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে শার্শা থারায় একটি মামলা হয়েছে যার নং- ১৫।
সাতক্ষীরায় নিখোঁজের ১২ ঘন্টা পর ধানক্ষেতে শিশু হৃদয়ের লাশ
জানা গেছে, বৃহষ্পতিবার রাতে আমলাই গ্রামে শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ঐ গ্রামের নুরাল মোড়লের ছেলে আব্দুল গফফার (৪০) ধর্ষন করে। ধর্ষিতার চিৎকারে তার স্বামী ও স্থানীয়রা হাতে নাতে ধর্ষকে আটক করে। পরে রাজনৈতিক পরিচয় দানকারী প্রভাবশালী মহলসহ ধর্ষকের ভাইয়েরা এসে ধর্ষিতার আত্মীয় স্বজনকে মারধর করে জোরপূর্বক ধর্ষণকারীকে ছিনিয়ে নিয়ে যায় এবং বিষয়টি জানাজানি হলে ধর্ষিতার পরিবারকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের আটকের জন্য অভিযান চলছে।