দেশজুড়ে ধর্ষণের প্রতিবাদে সাতক্ষীরায় মৌন পদযাত্রা ও মানববন্ধন
- আপডেট সময় : ০৭:৫১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
- / ১০৬৯ বার পড়া হয়েছে
সোহরাব হোসেন, সাতহ্মীরা প্রতিনিধি
আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হওয়া মৌন পদযাত্রা খুলনা রোড মোড়ে স্বাধীনতা চত্বরে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। এ সময় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ও স্থানীয় বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকরা কর্মসুচির সাথে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ জানায়।
তারা বিভিন্ন স্লোগান, কবিতা ও বক্তৃতা মাধ্যমে ধর্ষণ ও নারী শিশুর উপর চলমান নির্যাতনের প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবি জানান। খুলনা রোড মোড়ের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আখতারুজ্জামান, সবুজ সরকার, শাকিল আহমেদ, ইয়াসমিন নাহার রোজ, জাহিদুর রহমান, শারমিন সুলতানা মিরা, তরিকুল ইসলাম, সবুজ চৌধুরী, অবনী কুমার রুদ্র,ইসমাইল হোসেন দ্বীপ সহ সাতক্ষীরা ব্লাড ডোনার বৃন্দ।
যশোরের শার্শায় প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণ থানায় মামলা
মানববন্ধনে বক্তারা ধর্ষণেরসর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা ধর্ষকের একমাত্র শাস্তি ফাঁসি চাই, ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক।তারা বলেন, বাংলাদেশে করোনা মহামারীর থেকে ভয়াবহ আকারে রুপ ধারণ করেছে ধর্ষণ। ধর্ষণ একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে । যারা ধর্ষণ করে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে।
একজন নারী স্বেচ্ছাসেবক বলেন, ‘আজ আমি একজন নারী হয়ে সমাজের কাছে, পুরুষ জাতির কাছে জানতে চাই আমি ঘর থেকে বাহিরে সুরক্ষিত তার নিশ্চিয়তা কে দিবে..ঘর থেকে বাহির হবো কোন সহসে?’ এছাড়া মানববন্ধন ও মৌন পদযাত্রায় জেলার বিভন্ন শ্রেনী পেশার মানুষ অংশনেন।


























