DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ১৫ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন কর্তৃক ধর্ষণ বিরোধী মানববন্ধন

News Editor
অক্টোবর ৯, ২০২০ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির, কিশোরগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে ধর্ষণ ও বিবস্র করে ভিডিও ধারন এবং তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করার প্রতিবাদের প্রেক্ষিতে শুক্রবার (০৯অক্টোবর) বিকাল ৫টায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা এনএইচসিআরএফ’র সভাপতি নুর মোহাম্মদ, সম্পাদক জোবায়ের হোসেন খাঁন ও আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রনি’র নির্দেশনায় উক্ত মানববন্ধনে সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট দাস মধু, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আকন্দ সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক মুকরামীন খাঁন স্বাধীন, সদর ইউপি’র সদস্য আমিনুল হক আকন্দ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, আজ সারাদেশে কোভিড-১৯ এর মতো ধর্ষণ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। ধর্ষকেরা আবার তা ভিডিও ধারন করে ফেইসবুকের মাধ্যমে ভাইরাল করে দিচ্ছে। এদের কঠোরতম বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহবান জানান এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধের শাস্তি মৃত্যুদন্ড করার জোড় দাবী জানান। বক্তারা আরও বলেন, ধর্ষণের মতো অপরাধীদের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করে দ্রুত সাজা নিশ্চিত করতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১২
  • ৩:৫৬
  • ৫:৩৬
  • ৬:৫৩
  • ৬:৪৩