গাইবান্ধায় ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী
গাইবান্ধা সদর উপজেলার চেয়ারম্যান পদে সাহাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম ফারুক মওলা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ৩ হাজার ৬শ’ ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মো. মশিউর রহমান সরকার পেয়েছেন ৩ হাজার ৩শ’ ৬৬ ভোট।
নির্বাচনে অন্যান্য প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. রেকায়েতুল ইসলাম (নৌকা), বিএনপির মো. সাজ্জাদুর রহমান (ধানের শীষ), জাসদের মোস্তফা শেখ (মশাল), , মশিউর রহমান (আনারস) ও ঘোড়া প্রতীক নিয়ে রেজওয়ান সরকার।
১০ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়; বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহন । কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা যায়। তবে কোনও কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আরও পড়ুন ঃগাইবান্ধায় গাছ কেটে কারাগারে গেলেন ইউপি চেয়ারম্যান
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের ২০ হাজার ২৯৭ জন ভোটার ৯টি ভোট কেন্দ্রের ৬০টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৭১ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ৪২৬ জন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
উল্লেখ্যযে, গত বছরের ২১ নভেম্বর গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলু অসুস্থ জনিত কারনে মারা যাওয়ায় পদটি শূন্য হয়।