যুক্তরাষ্ট্রে করোনা মহামারির অন্যতম প্রধান হটস্পট নিউইয়র্কে বেড়েই চলছে ভাইরাসটির সংক্রমণ। অঙ্গরাজ্যটির ব্রুকলিন ও কুইন্স শহরে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা সম্প্রতি বেশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
গভর্নর অ্যান্ড্রু কোমো –এর কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় সেখানে আরো পাঁচ শতাধিক লোক করোনায় আক্রান্ত হয়েছে।
করোনা সংকট উত্তোরণে আফ্রিকার প্রয়োজন ১.২ ট্রিলিয়ন ডলার
চলমান এই অবস্থায় সংক্রমণ ঠেকাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে অ্যান্ড্রু কোমো বলেন, এটি গুরুত্বপূর্ণ যে, নিউইয়র্কবাসীকে করোনা মোকাবেলায় মৌলিক বিধিনিষেধ মেনে চলতে হবে, এতে করোনা পরিস্থিতির অবনতি ও শীতকালীন ফ্লু মোকাবেলায় সক্ষমতা তৈরি হবে।
“আমরা নিবিরভাবে করোনা পরিস্থিতির ডাটা নিউইয়র্কবাসীর নজরে রাখবো যাতে তারা নিজেদের এবং পরিবারের জন্য সচেতন হতে পারে।”
করোনা সংক্রমনের সর্বোচ্চ সীমা অতিক্রমের পর থেকে নিউইয়র্কের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে।
নিউইয়র্কের রেস্টুরেন্টগুলো বর্তমানে গ্রাহকদের আউটডোর সেবা দিচ্ছে, বুধবার থেকে ইনডোর ডিনারের অনুমতি দেয়া হয়েছে, এ ক্ষেত্রে তাদের ধারণ ক্ষমতার ২৫ শতাংশ গ্রাহককে ইনডোর ডিনারের সুযোগ দিতে পারবে।
করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট ৭৯ লাখ লোক আক্রান্ত হয়েছে এবং ২ লাখ ১৮ হাজার লোকের মৃত্যু হয়েছে।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট