একে আজাদ, রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ীর পদ্মায় প্রবল স্রোতে আজও ব্যাহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া ণৌরুটের ফেরি পারাপার। অপরদিকে বৃহস্পতিবার সকাল থেকেই ঘাট এলাকায় গুরি গুরি বৃষ্টিতে বিপাকে পরছে দক্ষিনাঞ্চল থেকে ঢাকামুখি কোরবানির পশুবাহি ট্রাক চালক ও ব্যাবসায়ীরা। ঘাট এলাকায় দক্ষিনাঞ্চলমুখি প্রাইভেটকার ও মাইক্রোবাসের চাপ ছিলো চোখে পরার মতো। কোরবানির পশুবাহি ট্রাক ও কাচামাল বহনকারী ট্রাককে অগ্রাধীকার ভিত্তিতে পার করা হলেও ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে অন্যন্য পন্যবাহি ট্রাক। যে কারনে প্রতিনিয়ত ঘাট এলাকায় তৈরি হচ্ছে ট্রাকের লম্বা সাড়ি।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া ফেরি ঘাটের ব্যাবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, এই নৌরুটে বর্তমানে ১৩ টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। কোরবানির পশুবাহি ট্রাকগুলোকে অগ্রাধীকার দেওয়া হচ্ছে। নদীতে প্রবল স্রোত থাকায় ফেরিগুলোকে পার হতে সময় লাগছে দ্বিগুন। যে কারনে ঘাট এলাকায় তৈরি হচ্ছে যানবাহনের লম্বা সাড়ি।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে গত ২৪ ঘন্টায় পদ্মার পানি রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে ৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ১ শত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।