শিরোনাম:
ভারতে ১২ মেট্রিক টন ইলিশ রপ্তানি
News Editor
- আপডেট সময় : ১১:১৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১০৮৫ বার পড়া হয়েছে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশে থেকে ভারতে রপ্তানি করা হয়েছে ১২ মেট্রিক টন ইলিশ মাছ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বোনাপোল স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকে করে খুলনার জাহানাবাদ ফিস ফিড লিমিটেড মাছগুলো ভারতের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল নিলা এন্টারপ্রাইজের কাছে রপ্তানি করেছে বলে জানা গেছে।
মাছ রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার।
আরো পড়ুনঃ ভারতকে পূজার উপহার: রপ্তানি হচ্ছে ১৪৫০ মেট্রিক টন ইলিশ
বেনাপোলের ফিশারিজ কোয়ারেন্টিন অফিসার মাহবুবুর রহমান জানান, সোমবার ১২ মেট্রিক টন ইলিশ মাছ রফতানি করা হয়েছে। প্রতি কেজি ১০ ডলার দামে এই মাছ রফতানি করা হয়।
জানা গেছে, সরকার এক হাজার ৪৭৫ টন ইলিশ মাছ রফতানি আনুমোদন দিয়েছে। ৯টি প্রতিষ্ঠান পর্যায়ে এই মাছ রফতানি করবে।


















