DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

রায়হান জামান,কিশোরগঞ্জ
অক্টোবর ৮, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের যশোদলে ট্রেনে কাটা পড়ে মো. ফেরদৌস (২২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রায় ১ কিলোমিটার দক্ষিণে বানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস সদর উপজেলার যশোদল বানিয়াকান্দি এলাকার মো. বিল্লাল মিয়ার ছেলে।

নিহত ফেরদৌসের বাবা মো. বিল্লাল জানান, ফেরদৌস প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন। তার চিকিৎসা চলছে। বেশি উল্টাপাল্টা করলে তাকে শিকল পরিয়ে রাখতে হয়। গতকাল সকালে সে শিকল পরা অবস্থায় নিখোঁজ হয়। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করে আজ দুপুর দেড়টার সময় হঠাৎ জানতে পারি ফেরদৌস এগারোসিন্ধুর ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,
রবিবার দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারো সিন্ধুর ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিল বলে দাবি করছে পরিবার। পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।