কিশোরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি বেদখলের অভিযোগ
- আপডেট সময় : ০৯:২৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ১০৫৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে শ্রীনগর কলাপাড়ায় ক্রয়কৃত সম্পত্তি বেদখলের অভিযেোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এমনকি খরিদসূত্রে জমির মালিকপক্ষকে হত্যার হুমকিও দিচ্ছে তাঁরা। এ নিয়ে এলাকায় মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হলেও আদালতের নিষেধাজ্ঞা অমান্যকারীদের ভয়ে অসহায় হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার।
এ ঘটনায় ভুক্তভোগী সরুফা আক্তার ৬ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- গাইটাল নামাপাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মো. মানিক মিয়া(৩৫), মৃত গোলাপ মিয়ার ছেলে মো. রোমান মিয়া (৩৬), মৃত কিন্তু মিয়ার ছেলে মো. জসিম মিয়া(৫০), ও কলাপাড়া শ্রীনগর এলাকার মৃত আ. মালেকের ছেলে মো. শরীফ মিয়া(৩২), কলাপাড়া মহিনন্দ এলাকার মৃত আবুল হাসেমের স্ত্রী সুফিয়া আক্তার(৬০),করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ মালিবাড়ির মো. জসিম উদ্দিনের স্ত্রী মোছা. অজুফা আক্তার(৩৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সরুফা শোলাকিয়া মোড়স্থ কলাপাড়া মৌজায় পশ্চিমপার্শ্বে সাবেক দাগ নং : ৪৩ ও হাল দাগ নং: ৪৮,৫১ দাগে ৩শতাংশ সম্পাত্তি তাঁর মায়ের কাছ থেকে দলিল মূলে প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু কিছুদিন যাবৎ অভিযুক্তরা জায়গাটি বেদখলের চেষ্টা ও ভুক্তভোগী সরুফাকে মেরে ফেলার হুমকি দিলে তিনি কিশোরগঞ্জ সদর সিনিয়র সহকারী জজ আদালতে একটি ছানী মোকাদ্দমা (মোকাদ্দমা নং: ১/২০২৫) দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত কাগজপত্র পর্যালোচনা করে বিরোধীয় ভূমিতে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আগামী ০৯/০২/২০২৫ইং তারিখ পর্যন্ত নির্দেশ প্রদান করেন। উক্তা আদেশের প্রেক্ষিতে উভয় পক্ষদ্বয়ের মধ্যে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪/১৪৫ ধারার বিধান মোতাবেক নোটিশ জারি করেন। কিন্তু অভিযুক্তরা গত ১৯ জানুয়ারি বিকালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গাটি জোরপূর্বক বেদখলের চেষ্টার সময় মামলার সাক্ষী মো. আমিন মিয়া বাধা প্রদান করলে আমিন মিয়াকে মারধর করে তাঁর প্যান্টের পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা ও তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করে বিশ হাজার টাকার ক্ষতি সধন করেন।
এ বিষয়ে জানাতে চাইলে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।