সরকারি জমি অবৈধ দখল করে ব্যবসায় নিয়োজিত তিন ছাত্রনেতার বিরুদ্ধে প্রশাসনের তদন্ত শুরু। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আইনগত ব্যবস্থা দাবি বৃদ্ধির পথে
বৈষম্যবিরোধী তিন ছাত্র নেতার নামে সরকারি জমি দখলের অভিযোগ
- আপডেট সময় : ০৯:৫৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ১২১৯ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলায় সরকারি জমি দখল করে রেস্তোরাঁ নির্মাণের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা ও সাবেক ইউএনওর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, সড়ক ও জনপথ বিভাগের প্রায় এক কোটি টাকা মূল্যের জমি অবৈধভাবে দখল করে ‘মান্দা রিভার কোর্ট’ নামে রেস্তোরাঁ স্থাপন করা হয়েছে।
অভিযোগ অনুসারে, সাবেক ইউএনও শাহ আলম মিয়া বদলির আগে ওই জমি তিন ছাত্র নেতাকে উপহার দেন। তারা প্রশাসনের শেল্টারে কংক্রিটের স্থাপনা নির্মাণ করে রেস্তোরাঁ চালু করেন। স্থানীয়দের দাবি, তারা পুলিশি হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে জমি দখল করেছেন।
তবে ছাত্র নেতারা দাবি করেন, তারা সড়ক ও জনপথ বিভাগে জমি লিজ নেওয়ার আবেদন করেছিলেন এবং সাবেক ইউএনও তাদের সহযোগিতা করেছেন। তারা জানান, রেস্তোরাঁর স্থাপনা কংক্রিটের নয়, টিনশেডের।
নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, জমি লিজের আবেদন এখনও সিদ্ধান্ত হয়নি। অবৈধ স্থাপনা নির্মাণের খবর পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, জেলা প্রশাসক জানিয়েছেন, সাবেক ইউএনও তাকে রেস্তোরাঁ উদ্বোধনের বিষয়ে জানিয়েছিলেন, তবে তার নামফলকে উল্লেখের বিষয়ে তিনি অবগত ছিলেন না। তিনি নামফলক সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মের নাম ব্যবহার করে কেউ অবৈধ সুবিধা নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় প্রশাসন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আইন অনুযায়ী, সরকারি জমি অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ শাস্তিযোগ্য অপরাধ।
এমএইচ মানিক
সদস্য, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন










