DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত হয়েছে জীবনের কথায় আনিছুর রহমানের “তিন টুকরো কাপড়” (ভিডিও)

Astha Desk
মার্চ ২৬, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি প্রকাশিত হয়েছে “তিন টুকরো কাপড়” শিরোনামের একটি ইসলামিক গজল। রবিউল ইসলাম জীবন এর কথায় গজলটিতে কণ্ঠ দিয়েছেন আনিছুর রহমান।সংগীতায়জন করেছেন আনিছুর রহমান নিজেই।

শৈশব থেকেই বিভিন্ন অনুষ্ঠানে গান গাইলেও ২০১৪ সালে তাবলীগ জামাত থেকে আসার পরে শিল্পী আনিসুর রহমানের প্রতিভার বিকাশ ঘটে ইসলামিক সংগীত অঙ্গনে এসে।

আনিছুর রহমান একজন নাশিদ শিল্পী ও সাউন্ড ইঞ্জিনিয়ার।নিজের লেখা এবং কম্পোজিশন করা বেশ কয়েকটি গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। এই তরুণ বর্তমানে কাজ করছেন নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

এ পর্যন্ত তাঁর নিজের লেখা ও কম্পোজিশনে বেশকিছু সংগীত ব্যাপক সুনাম অর্জন করেছে। তার কন্ঠ প্রকাশিত সংগীতগুলো হলো, মালিক তুমি , মাটির ঘর , হে খোদা দয়াময় , আকুতি , নবীর রওজা শরীফ, এই সুন্দর ফুল সুন্দর ফল, মিছে জীবন, এছাড়াও দেশাত্ববোধক গান আমি বাংলায় গান গাই, এটি গেয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন।

তিন টুকরো কাপড় গজলটি দেখতে পোস্টারে ক্লিক করুনঃ

এমকে/আস্থা/এসএ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।