DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা 

রায়হান জামান, স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এর স্বাক্ষরে আগামী ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।

এতে আহ্বায়ক ইকরাম হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মামুন মিয়া ও সদস্য সচিব করা হয়েছে ফয়সাল প্রিন্সকে। এছাড়া কমিটির গুরুত্বপূর্ণ পদ প্রাপ্তরা হলেন,সিনিয়র যুগ্ন সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম,মূখ্য সংগঠক শরিফুল হক জয়,যুগ্ন মূখ্য সংগঠক মো. রহমত উল্লাহ চৌধুরি হাসিন,মো. বাপ্পি মিয়া,মুখপাত্র সাব্বিরুল হক তন্ময়।

নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক মামুন মিয়া ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাঁরা জানান,দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরেরা বাংলাদেশকে একটি ব্যার্থ রাষ্ট্রে পরিণত করেছে। ভারতে পালিয়ে থেকে আবার বিশৃঙ্খলা তৈরি করার পাঁয়তারা করছেন।ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামীলীগকেও সেভাবে নিষিদ্ধ করতে হবে।বাংলাদেশে কোন ফ্যাসিবাদ থাকবে না।এ লক্ষ্যে যেভাবে আমরা জুলাই-আগস্টে লড়াই করেছিলাম এখনো করছি ভবিষ্যতেও আমরা লড়াই করে যাবো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।