‘চল যাই যুদ্ধে মাদক সেবন ও কারবারীর বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে’
ভট্টাচার্য্যপাড়া আমাটিশিবপুরে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার ভট্টাচার্য্যপাড়ার আমাটিশিবপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস.এম মুশফিকুল রহমান, কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. জুবায়ের ইসলাম, কিশোরগঞ্জ জেলা নবীন দলের সাবেক সাধারণ সম্পাদক মো.বেলাল হোসেন, কিশোরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব মো.দিদার জামান বাপ্পী, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. এনামুল হক নাঈম প্রমুখ।
এ সময় গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকের সঞ্চালনায় বক্তারা মাদক সেবন ও বিক্রির ভয়াবহতা নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে এলাকাবাসী অবিলম্বে মাদক ব্যসায়ীদের গ্রেফতার করতে প্রশাসন ও সাংবাদিকদের এগিয়ে আসার দাবি জানান।