DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মানবিকতায় কিশোরগঞ্জ যুব সংস্থার অনুদান চেক গ্রহণ

হুমায়ুন কবির, কিশোরগঞ্জ
জুন ১২, ২০২৪ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলার নির্বাচিত বিভিন্ন যুব সংগঠনের মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে পাওয়া অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক জনাব আবুল কালাম আজাদ। কিশোরগঞ্জ যুব ও ক্রীড়া অধিদপ্তরের উপ-পরিচালক (অতি:) জেড এ শাহাদাৎ হোসেন সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া অধিদপ্তরের সহকারী পরিচালক কামাল হোসেন, মানবিকতায় কিশোরগঞ্জ যুব সংস্থার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মুরাদ আহমেদ। পরে জেলার ১৯টি নির্বাচিত যুব সংগঠনকে ৫০ হাজার টাকা করে ও একটি সংগঠনকে ৭৫ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়। উল্লেখ্য, মানবিকতায় কিশোরগঞ্জ যুব সংস্থা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি সংগঠন। জেলা প্রশাসক থেকে অনুদানের চেক গ্রহণ সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মুরাদ আহমেদ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]