ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৮:৩৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • / ১০৪১ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁওয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহিদ মিনার মোড় থেকে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা থেকে একটি মিছিল বের করে শহরমুখী হলে ছাত্রলীগের বাধায় তা পন্ড হয়ে যায়। পরবর্তীতে বালক উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সর্বস্তরের সাধারন শিক্ষার্থীরা অংশ নেয়। দফায় দফায় আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয় এবং ইট পাটকেল ছড়াছড়ির ঘটনা ঘটে।

এতে কয়েকজন সংবাদ কর্মী আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা আহত হয়েছেন। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দাবি আদায় না হলে আর পরবর্তীতে ছাত্রলীগ আবারও বাঁধা প্রদান করলে তা মেনে নেয়া হবে না বলে হুশিয়ারিও প্রদান করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রশাসনের উপস্থিতিতে ছাত্রলীগ আমাদের হামলা করেছে পরবর্তীতে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ হামলা করলে উচিত জবাব দেয়া হবে। শিক্ষার্থীরা আরও বলেন, ঢাকা থেকে যা সিদ্ধান্ত আসবে সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আবারও রাজপথের আন্দোলনে নামবো বলে তারা কঠিন হুশিয়ারি দেন।

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৮:৩৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁওয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহিদ মিনার মোড় থেকে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা থেকে একটি মিছিল বের করে শহরমুখী হলে ছাত্রলীগের বাধায় তা পন্ড হয়ে যায়। পরবর্তীতে বালক উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সর্বস্তরের সাধারন শিক্ষার্থীরা অংশ নেয়। দফায় দফায় আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয় এবং ইট পাটকেল ছড়াছড়ির ঘটনা ঘটে।

এতে কয়েকজন সংবাদ কর্মী আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা আহত হয়েছেন। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দাবি আদায় না হলে আর পরবর্তীতে ছাত্রলীগ আবারও বাঁধা প্রদান করলে তা মেনে নেয়া হবে না বলে হুশিয়ারিও প্রদান করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রশাসনের উপস্থিতিতে ছাত্রলীগ আমাদের হামলা করেছে পরবর্তীতে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ হামলা করলে উচিত জবাব দেয়া হবে। শিক্ষার্থীরা আরও বলেন, ঢাকা থেকে যা সিদ্ধান্ত আসবে সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আবারও রাজপথের আন্দোলনে নামবো বলে তারা কঠিন হুশিয়ারি দেন।