কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করায় কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র সামিউল হুসাইনকে পুরষ্কার প্রদান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মোঃ সামিউল হুসাইন উপস্থিত বক্তৃতায় ( বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ) ‘ক’ গ্রুপ থেকে জাতীয় পর্যায়ে ১ম স্থান অধিকার করায় তাকে পুরষ্কার প্রদান করা হয়।
এ সময় পুরষ্কার পেয়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী সামিউল হুসাইন বলেন,এ অর্জন আমার জীবনের সেরা অর্জন।আজকের এ পুরষ্কার আমার জন্য অনুপ্রেরণা জোগাবে।
কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো: ফজলুল হক বলেন,সামিউল হুসাইন আমাদের বিদ্যালয় সহ কুলিয়ারচরকে বাংলাদেশের সামনে উপস্থাপনা করেছে।তাই বিদ্যালয়ের পক্ষ হতে তার হাতে নগদ দুই হাজার টাকা পুরষ্কার হিসেবে তুলে দিয়েছি।আমরা সামিউলের উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
কিশোরগঞ্জ বিতর্ক মঞ্চের প্রধান উদ্যোক্তা রাকিবুল হান্নান মিজান বলেন,সব সময় তৃণমূল থেকে বাচ্চারা যখন জাতীয় পর্যায়ে শিরোপার স্বাক্ষর রাখে তখন আমরা অত্যন্ত খুশি হই এই কারণে যে তাকে দেখে অন্যরা উৎসাহিত ও অনুপ্রাণিত হবে,আরো উদ্যোমী হবে।