শিরোনাম:
দেওয়ানগঞ্জ আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলে
Astha DESK
- আপডেট সময় : ০১:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- / ১০৬৬ বার পড়া হয়েছে
বোরহান উদ্দিন, দেওয়ানগঞ্জ, জামালপুর প্রতিনিধি : শনিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলে কেজি ক্লাসের ফলাফল ঘোষনা করা হয়।
এতে লিটনের পুত্র তামিম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলে প্রথম স্থান লাভ করে কেজি ক্লাস থেকে প্রত্থম শ্রেণীতে উত্তির্ন হলো। এতে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জনাব এস এম মেহেদি হাসান আল আমিন।
বিশেষ অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান ও এডভোকেট মোঃ খাজা আলম। প্রধান অতিথি তামিমকে ফলাফল পত্র তুলে দেন।সভাপতিত্ব করেন আলহাজ আমির হোসেন মুরাদ। অনুষ্ঠানে ছাত্রছাত্রী শিক্ষক সাংবাদিক সহ অভিভাবক গণ উপস্থিত ছিলেন।
এমকে/আস্থা










