DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪
ঢাকাসোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী বাদল রহমানের রহস্যজনক মৃত্যু,পুকুরে ভাসমান লাশ উদ্ধার

রায়হান জামান,কিশোরগঞ্জ
জুলাই ৯, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি সিআইপি বাদল রহমানের রহস্যজনক মৃত্যু হয়েছে।

রবিবার (৯ জুলাই) জেলা শহরের শোলাকিয়া কানিকাটা ব্যপারি বাড়ির পুকুরে বাদল রহমানের মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী।

বাদল রহমান কিশোরগঞ্জ জেলা নিকলী উপজেলা দামপাড়া ইউনিয়নের ধীরুয়াইল এলাকার মুখলেছুর রহমানের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা শহরে খরমপট্টি স্থায়ীভাবে বসবাস করতেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ব্যাপারী বাড়ি পুকুরে হাত বাঁধা একটি লাশ উল্টো অবস্থায় ভাসতে দেখা যায়। পরে এলাকাবাসী একটি বাঁশের সাহায্যে লাশটিকে পুকুর পাড়ে নিয়ে আসে এবং দেখতে পায় কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী বাদল রহমানের লাশ। পরে এলাকাবাসী পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনার স্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বাদল রহমানের বড় ভাই আতাউর রহমান মিলন জানান, গতকাল রাত ৮টার দিকে বাসা থেকে হাঁটতে বের হয়ে আর বাসায় ফেরেননি বাদল রহমান। আজ সকালে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। আতাউল রহমানের দাবি তার ভাইকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার রাসেল শেখ পিপিএম (বার) বলেন, যতদ্রুত সম্ভব আমরা রহস্য উদঘাটন করবো এবং এলাকার সকল সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮