DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে “বাফলা”

এজাজুল শেখ, মোড়েলগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলা পাশা ইউনিয়নে আজ শুক্রবার বেলা ১১ টার দিকে বাংলাদেশে ইউনিটি ফেডারেশন অফ লস. এঞ্জেলেস (বাফলা) এর অর্থায়নে দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

ফাতেমা হোসেন ফাউন্ডেশন এর সহযোগিতায় ও পরিচালনায় প্রায় ৬’শত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। হোগলাপাশা ইউনিয়নের সম্মিলনী মাধ্যমিক শিক্ষা নিকেতন বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফুর ইসলাম, আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী অফিসার , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার,মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা এবং মোঃ মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মোঃ হাফিজুর রহমান, প্রধান শিক্ষক,সিংজোর গোপালপুর সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ফাতেম-হোসাইন ফাউন্ডেশনের সহকারী পরিচালক এ্যাড. সাবরিনা হোসাইন। সভাপতিত্ব করেন মোঃ মিরাজ শাহ্ ফকির প্রধান শিক্ষক ,সম্মিলনী মাধ্যমিক শিক্ষা নিকেতন।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭
  • ১২:০৪
  • ১৬:৪১
  • ১৮:৫৩
  • ২০:২০
  • ৫:১২