Home Bangladesh কিডনী পাচার চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই

কিডনী পাচার চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই

কিডনী পাচার চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই

কিডনী পাচার চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই

 

গাইবান্ধায় কিডনী পাচার চক্রের সক্রিয় সদস্য রায়হান আলীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১৬ নভেম্বর সোমবার দুপুরে গাইবান্ধা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পিবিআই এর গাইবান্ধা পুলিশ সুপার এ আর এম আলিফ।

আরও পড়ুন ঃমহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল  

তিনি জানান, রায়হান দীর্ঘদিন থেকে কিডনী পাচাঁর চক্রের সাথে জড়িত ছিল।

সে গোবিন্দগঞ্জ উপজেলার ছোট সোহাগী গ্রামের আঃ ওহাবকে ঔষুধ কোম্পানিতে চাকুরীর দেওয়ার প্রলোভন দিয়ে ভারতে কিডনী পাচাঁর চক্রের হাতে তুলে দেয় এবং ভারতে তার মেডিকেল টেষ্টের কথা বলে কিডনী বের করে নেয়।
এ ঘটনায় গত বছরের ২ অক্টোবর তার বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে গাইবান্ধা পিবিআই গত শুক্রবার রায়হান আলীকে ঢাকা থেকে গ্রেফতার করে।