Home Bangladesh তেঁতুলিয়ায় চুরি হওয়া ৩ লক্ষ টাকার মালামাল উদ্ধার, আটক ৪

তেঁতুলিয়ায় চুরি হওয়া ৩ লক্ষ টাকার মালামাল উদ্ধার, আটক ৪

তেঁতুলিয়ায় চুরি হওয়া ৩ লক্ষ টাকার মালামাল উদ্ধার, আটক ৪

দেলোয়ার হোসাইন নয়ন পঞ্চগড় প্রতিনিধি ; পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজার থেকে চুরি যাওয়া প্রায় ৩ লক্ষ টাকার স্টেশনারীজ মালামাল মাটির নিচ থেকে উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। এসময় অপরাধের সাথে জড়িত থাকা ৪ আসামীকে আটক করা হয়। অভিযোগের প্রেক্ষিত তদন্তে গিয়ে মঙ্গলবাল (২৭ অক্টোবর) দিবাগত রাতে ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর এলাকা থেকে ওই সব মালামাল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ভুতিপুকুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে হাসান আলী (২০), বোগলাহাটি এলাকার শামসুলের ছেলে রিয়াজুল (১৯), ভুতিপুকুর এলাকার মৃত জামাল উদ্দীনের ছেলে আজিজার হক (৩৮) ও সারাপিগছ এলাকার মহির উদ্দীনের ছেলে হেলাল উদ্দীন (৩২)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) দিবাগর রাতে শালবাহান বাজার থেকে রুম্পা কম্পিউটার ট্রেনিং সেন্টার এন্ড স্টেশনারীজ এর মালিক জাকির হোসেনের দোকান থেকে চুরি যায় মালামালগুলো। এর পর ১৪ অক্টোবর (বুধবার) সকালে দোকান খুলতে গিয়ে দেখতে পায় মালামাল চুরি হয়েছে। পরে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ভুতিপুকুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে হাসান আলীর (২০) বাড়ির গোয়াল ঘরের মাটির নিচে লুকানো থাকা মালামাল গুলো উদ্ধার করা হয়। এসময় হাসানকে জিজ্ঞাসাবাদের পর তার ভাস্যমতে অপর তিনজন সহ মোট ৪ জনকে আটক করা হয়। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ৪ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।