DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৪ই অক্টোবর ২০২৪
ঢাকাসোমবার ১৪ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা-ছেলেকে মারধর

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

 হৃদয় মোল্লার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বরিশাল অফিস: গত ১০ সেপ্টেম্বর নগরীর ২৬ নং ওয়ার্ডস্থ হরিণাফুলিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ও ছেলেকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন, নাসিম মোল্লা(৪৮) ও তার ছেলে হৃদয় মোল্লা (২৪)। আহতদের মধ্যে হৃদয় মোল্লার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভুগী হৃদয়। তিনি অভিযোগে জানান, আমি শাওন নামের একজন সিএনজি মালিকের গাড়ি ভাড়ায় চালাই। কয়েকদিনের জন্য ঢাকা যাওয়ার সুবাদে গাড়িটি আমার প্রতিবেশী সাকিবের কাছে ভাড়ায় চালানোর জন্য দেই। কিন্ত সে ভাড়া ঠিকমত মাইলককে দেয়নি। আমি ফিরে তার কাছে পাওয়া ভাড়া টাকা চাই। এ নিয়ে গত ৯ সেপ্টেম্বরে মালিক শাওন ও আমার সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২ টার দিকে আমাকে সাকিব ও তার সহযোগী রাকিব, আবির, সুমন, শামীম, নাঈম, সোবহান ও বিউটি মিলে মারধর করে।

তিনি আরও বলেন, মারধরে আমার মাথা ফেটে রক্তাক্ত হয়। আমি হাসপাতালে ভর্তি হই। মাথায় ২টি সেলাই লেগেছে। হৃদয় অভিযোগে আরও জানান, সাকিব ও তার সহযোগীরা মিলে প্রথমে আমাকে লাঠিসোঠা ও লোহার রড দিয়ে বেধরক পেটায়। এরপর আমার বাবা আমাকে উদ্ধারে এগিয়ে আসলে তাকেও মারধর করে তারা। এটার সুষ্ঠু বিচার চাই।

হৃদয়ের বাবা নাসিম মোল্লা জানান, আমার ছেলে হৃদয় ভাড়ায় একজনের সিএনজি চালায়। হৃদয় কয়েকদিনের জন্য ঢাকা যাওয়ায় গাড়িটি তার কাছ থেকে ভাড়ায় চালানোর জন্য নেয় সাকিব। কিন্ত এক সপ্তাহের মধ্যে ৪ দিনের ভাড়ায়নি দেয়নি সাকিব। এ নিয়ে মালিক শাওনও তার কাছে ভাড়া চায়। তার বাড়িতেও ভাড়া চাইতে আসে। কিন্ত সাকিব দিয়ে দিবে বলেও দেয়নি।

আরো পড়ুন :  শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা কয়লা বোঝাই ট্রলার জব্দ

এ নিয়ে হৃদয় ভাড়া চাইতে গেলে সাকিবের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আমার ছেলেকে মারধর করে সাকিব ও তার সহযোগীরা। আমি ঘটনাস্থলে গেলে আমাকেও মারধর করে তারা। আমি এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই। এদিকে হামলার ঘটনায় আতঙ্কে রয়েছেন ভুক্তভোগীরা বলেও অভিযোগে উল্লেখ করেছেন তারা। এ বিষয়ে জানতে অভিযুক্ত সাকিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) জয়দেব চন্দ্র দে জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২
  • ১১:৪৯
  • ৩:৫৯
  • ৫:৪১
  • ৬:৫৪
  • ৫:৫৩