“নারী কন্যার সুরক্ষা করি; সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২৪ পালিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা শেষে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন; ইউএনও কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম শাহজাহান কবির প্রমুখ।
অনুষ্ঠান শেষে সফল জননী ও শ্রেষ্ঠ জয়িতা বাংলার ৫ নারীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন; অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী রিনা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রেবেকা সুলতানা ডলি, সফল জননী নাজমা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী শিউলি আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী শিরিন আাক্তার।