ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার, ন্যাশনাল হিউম্যান রাইট ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের তীব্র নিন্দা Logo চাকসুতে ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের Logo এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সংখ্যায় বিপর্যয় — মাত্র ৩৪৫ প্রতিষ্ঠান Logo কিশোরগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা ও লুটপাট Logo নিজের যোগ্যতায় আসতে হবে: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর Logo শাহবাগ মোড়ে যান চলাচল শুরু যেহেতু শিক্ষকগণ কেন্দ্রিয় শহীদাঙ্গনে জড়ো। Logo ঈশ্বরগঞ্জে হাত ধোয়ার গুরুত্ব বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও প্রদর্শনী Logo জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশ প্রত্যাহারের নির্দেশ Logo কারো কোনো ব্যথা নেই, শিক্ষকদের দাবি না মানায় চলছে টানা কর্মবিরতি Logo দশমিনা উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবালের চতুর্থ জানাযা সম্পন্ন

ভোরের কাগজ বন্ধের ঘোষণায় বিএফইউজে-ডিইউজের নিন্দা ও প্রতিবাদ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:২১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ১০৬২ বার পড়া হয়েছে

কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ভোরের কাগজ পত্রিকা বন্ধ ঘোষণার হটকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সংগঠন দুটির নেতৃবৃন্দ অবিলম্বে প্রধান কার্যালয় খুলে দেওয়াসহ সাংবাদিক-শ্রমিক কর্মচারীদের কাজে ফিরিয়ে নেয়ার দাবি জানান।

বুধবার বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভোরের কাগজ পত্রিকা কর্তৃপক্ষ ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে বিগত বছরগুলোয় সরকারের কাছ থেকে সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে। কিন্তু ভোরের কাগজে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারিদের ওয়েজ বোর্ডের ন্যূনতম কোনো সুযোগ সুবিধা দেয়া হয়নি। বরং প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা তাদের প্রাপ্য বেতন-ভাতার দাবি জানালে তাদের চাকরিচ্যুতিসহ নানা হুমকি ধামকি দেয়া হয়। নিরুপায় হয়ে প্রতিষ্ঠানটির সাংবাদিক-কর্মচারিরা নিয়মতান্ত্রিক দাবি-দাওয়া জানিয়ে আসছিল। কিন্তু সংক্ষুব্ধদের সঙ্গে কোনো আলোচনা না করে কর্তৃপক্ষ হটকারিতার আশ্রয় নিয়ে প্রধান কার্যালয়সহ পত্রিকাটি বন্ধ ঘোষণা করে।

আমরা ভোরের কাগজ কর্তৃপক্ষের এই হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে পত্রিকার প্রকাশনা নোটিশ প্রত্যাহার করে ভোরের কাগজে কর্মরত সংবাদকর্মীদের বেতন-ভাতাসহ আইনানুগ সকল পাওনা বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আন্দোলনের মধ্য দিয়ে মালিকপক্ষকে দাবি মেনে নিতে বাধ্য করা হবে।

ট্যাগস :

ভোরের কাগজ বন্ধের ঘোষণায় বিএফইউজে-ডিইউজের নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ১২:২১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ভোরের কাগজ পত্রিকা বন্ধ ঘোষণার হটকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সংগঠন দুটির নেতৃবৃন্দ অবিলম্বে প্রধান কার্যালয় খুলে দেওয়াসহ সাংবাদিক-শ্রমিক কর্মচারীদের কাজে ফিরিয়ে নেয়ার দাবি জানান।

বুধবার বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভোরের কাগজ পত্রিকা কর্তৃপক্ষ ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে বিগত বছরগুলোয় সরকারের কাছ থেকে সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে। কিন্তু ভোরের কাগজে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারিদের ওয়েজ বোর্ডের ন্যূনতম কোনো সুযোগ সুবিধা দেয়া হয়নি। বরং প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা তাদের প্রাপ্য বেতন-ভাতার দাবি জানালে তাদের চাকরিচ্যুতিসহ নানা হুমকি ধামকি দেয়া হয়। নিরুপায় হয়ে প্রতিষ্ঠানটির সাংবাদিক-কর্মচারিরা নিয়মতান্ত্রিক দাবি-দাওয়া জানিয়ে আসছিল। কিন্তু সংক্ষুব্ধদের সঙ্গে কোনো আলোচনা না করে কর্তৃপক্ষ হটকারিতার আশ্রয় নিয়ে প্রধান কার্যালয়সহ পত্রিকাটি বন্ধ ঘোষণা করে।

আমরা ভোরের কাগজ কর্তৃপক্ষের এই হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে পত্রিকার প্রকাশনা নোটিশ প্রত্যাহার করে ভোরের কাগজে কর্মরত সংবাদকর্মীদের বেতন-ভাতাসহ আইনানুগ সকল পাওনা বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আন্দোলনের মধ্য দিয়ে মালিকপক্ষকে দাবি মেনে নিতে বাধ্য করা হবে।