একদফা দাবি আদায় ও হামলা-মামলার প্রতিবাদে বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে টানা ৭২ঘন্টা সর্বাত্মক অবরোধের মধ্যে কিশোরগঞ্জে আগামীকাল বুধবার (০১ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতালের ঘোষণা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান অনির্বাচিত ফ্যাসিস্ট সরকার পতনের এক দফা দাবিতে ও মহাসমাবেশে পরিকল্পিত হামলার প্রতিবাদে বিএনপির ডাকা ৭২ ঘন্টা অবরোধের আজ প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরোচিত হামলা চালিয়েছে পুলিশ।পুলিশের গুলিতে নিহত হয় উপজেলা ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়নের কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া এবং এই ঘটনায় দুই শতাধিক নেতা-কর্মী আহত হওয়ার দাবি জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। এ হত্যাকান্ডের প্রতিবাদে কিশোরগঞ্জে জেলায় বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে।
উক্ত হত্যার প্রতিবাদে আগামীকালের ডাকা অর্ধবেলা হরতাল সফল করার জন্য জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম দলের সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান এবং জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।