শিরোনাম:
বিএনপির আনন্দ মিছিল থেকে রাষ্ট্রপতির বাড়িতে হামলা ও ভাঙচুর
Doinik Astha
- আপডেট সময় : ১১:৪৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ১০০৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামালপুরে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়। ওই রায়কে স্বাগত জানিয়ে রাতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি রাত সাড়ে ১০টার দিকে কামালপুর অতিক্রম করার সময় একদল লোক সাবেক রাষ্ট্রপতির বাড়ি লক্ষ্য করে হামলা ও ভাঙচুর চালায়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জামান, আনন্দ মিছিল থেকে এ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিযন্ত্রণ করে।রাষ্ট্রপতির এই বাড়ি কেউ না থাকায় কোনো হতাহত ঘটনা ঘটেনি।






















