মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনায় তরুণ নেতৃত্ব
ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান
- আপডেট সময় : ০৩:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ২৩১১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামী স্টাডিজ বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, “সংগঠনের নির্দেশনায় আমি মনোনয়নপত্র নিয়েছি। পূর্ণাঙ্গ প্যানেল এখনও ঘোষণা হয়নি। প্যানেল ঘোষণা হলে সবকিছু পরিষ্কার হবে। আমরা নির্বাচিত হলে দক্ষ মানবসম্পদ তৈরির দিকেই মূল মনোযোগ থাকবে।”
নির্বাচন কমিশনের সময়সূচি
ডাকসু নির্বাচনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী—
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ বিকেল ৪টা পর্যন্ত।
প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে আগামী ২১ আগস্ট।
চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট।
আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।
আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল শিগগিরই ঘোষণা করবে বলে জানা গেছে। তবে আপাতত ভিপি পদে আবিদুল ইসলাম খানের মনোনয়নই আলোচনায় এসেছে।
এমএইচ/আস্থা