DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২২শে জানুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ২২শে জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভাষানটেক সরকারি কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

Astha Desk
ডিসেম্বর ১৮, ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরে লেক থেকে উদ্ধার অজ্ঞাত লাশটির পরিচয় মিলেছে। তার নাম সুজানা। তিনি রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে তার পরিবারের লোকজন থানায় এসে শনাক্ত করেন।

নিহত সুজানা রাজধানীর কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার সকালে পূর্বাচল ২ নম্বর সেক্টরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরাটেক এলাকার ৪ নম্বর সেতুর নিচে লেক থেকে পুলিশ এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় লাশ পাশ থেকে একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এদিকে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে মিরপুর থেকে সুজানার পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন।

শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার আরেও জানান, সুজানা সোমবার রাত ৯টার দিকে তার এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তার সঙ্গে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক শিক্ষার্থী ছিল। ওই ছেলেকে এখনও খুঁজে পাওয়া যায়নি বলে তার পরিবারের দাবি।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১৩
  • ৪:০০
  • ৫:৪০
  • ৬:৫৬
  • ৬:৪৩