“ক্যারিয়ারের শীর্ষে বলিউড ছাড়লেও নৃত্য ও ব্যক্তিগত জীবনের প্রতি ছিল অটল ভালোবাসা”
৯২ বছর বয়সে বলিউডের কিংবদন্তি ব্যজ্যান্থিমালা: “ক্যারিয়ারের শীর্ষে বলিউড ছাড়ার কোনো অনুশোচনা নেই”
- আপডেট সময় : ০২:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ১৪৩৫ বার পড়া হয়েছে
Photo Collected
বিনোদন প্রতিবেদক: বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ব্যজ্যান্থিমালা সম্প্রতি ৯২ বছর বয়সে জানালেন, তিনি কখনোই তার ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় চলচ্চিত্র জগৎ ছাড়ার জন্য অনুশোচনা করেননি।
ব্যজ্যান্থিমালা বললেন, “আমার কোনো অনুশোচনা নেই। আমি তখনও আমার নৃত্যশিল্প ও ব্যক্তিগত জীবনের প্রতি মনোযোগ দিতে চেয়েছিলাম। আমার সিদ্ধান্তটি সম্পূর্ণ স্বেচ্ছায় ছিল।”
তিনি ছিলেন একজন প্রশিক্ষিত ভারতনাট্যম নৃত্যশিল্পী এবং তার অভিনয়ে ছিল নৃত্যের স্পর্শ। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল:
সংগম
মধুমতি
অমরাপালি
ব্যজ্যান্থিমালার সৌন্দর্য, পর্দায় উপস্থিতি এবং অভিনয়ের গভীরতা তাকে ভারতীয় চলচ্চিত্রের এক অমর নক্ষত্রে পরিণত করেছে। তিনি জানান, চলচ্চিত্র জগৎ ছাড়ার পরও তিনি নৃত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
“আমি বলিউডে অনেক স্মৃতি পেয়েছি, কিন্তু নিজের জীবন ও নৃত্যশিল্পের প্রতি ভালোবাসা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল,” যোগ করেছেন ব্যজ্যান্থিমালা।
এমএইচ/আস্থা